গাজীপুরের কিংবদন্তীর রাজকন্যা সোনাভানের কাহিনী,পুথি।
---------------------------------------------------------------------------
গাজীপুরের টংগী ভরান রাজ্যের অসীম সাহসী ও রুপসী হিন্দু রাজকন্যা ছিলেন সোনাভান।প্রায় হাজার বছর আগে এই বীর নারী ও বীর যোদ্ধা ভরানে বাস করতেন।তাকে বিয়ে করার জন্য তৎকালীন রাজপুত্ররা ও বীরযোদ্ধারা ব্যাকুল ছিলো।সোনাভানের শর্ত ছিলো যে তাকে যুদ্ধে হারাতে পারবে, তাকেই সে বিয়ে করবে।যুদ্ধে যারা পরাজিত হতেন, তাদেরকে বন্দী করে রাখা হতো।হযরত আলীর পুত্র হানিফ পালোয়ান স্বপ্নে সোনাভানের কথা জানতে পেরে যুদ্ধ করতে এসে পরাজিত হলে বাক্সবন্দী করে কহরদরিয়াতে ফেলে দেয়া হয়।ছেলের বিপদের কথা মা জয়গুন বিবি জানতে পেরে, ভরানে এসে ছেলেকে উদ্দার করে পরাজয়ের কারন যুদ্ধে আল্লাহ রাসুলের নাম না নেয়ার জন্য হয়েছে বলে জানায়।তখন হানিফ পালোয়ান আল্লাহ রাসুলের নাম নিয়ে বিপুল বিক্রমে সোনাভানের সাথে যুদ্ধ করে, তাকে পরাজিত করে, বিয়ে করে বাগদাদে নিয়ে যান।
------------------------------------------------------------------------
সোনাভানের পুথি
------------+++-----------------------------------------------------
আল্লাহু আল্লাহু বলো ভাইরে নবী করো সার
নবীর কলেমা পড়ে হয়ে যাবে পার
বার জংগ করে মর্দ কিতাবের খবর
তের জংগ লেখা আছে টংগীর শহর
সোনাভান নামে বিবি থাকে শহরে
জোরে দৌড়িয়া তুমি শাদী করো তারে
এমন স্বপন মর্দ দেখিল যখন
কাপিতে কাঁপিতে মর্দ উঠিল তখন
মায়ের কাছে গিয়া বিদায় চাহিল
সোনাভানে বলে একদিন উজিরের তরে
আমার সাথেতে জোরে কেহ নাহি পারে
উজির কহেন বিবি শোনেন সেই খবর
আরব শহরে আছে হানিফ পালোয়ান
এমুন জোয়ান মর্দ দুনিয়ার ভিতরে
তাহার সাথে লড়িয়া কেহ নাহি পারে
হযরত আলীর বেটা রাসুলের নাতি
আপন শহরে মর্দ ফিরে চলে হাতি
আশিমন খানা খায় বিবি সোনাভান
দুইশ ঘড়ার পানি করিলেন পান
তিনশ মনের গদা হাতেতে লইয়া
রুখিয়া চলিল বীর গর্জিয়া গর্জিয়া
এয়ছা জোরে মারে হাক বিবি সোনাভান
আসমানে ঝনঝনা বাজে কাঁপিল ময়দান।
No comments:
Post a Comment